দুই দলের ব্যবধানটা পরিস্কার। কেউ শখের বশে ক্রিকেট খেলছে আবার আরেক দলের চোখে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন। সেই লড়াইটা অসম হল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে নিয়ে রীতিমতো খেলল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার তাতের ১৯৬ রানের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল।
সিলেট জেলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করে শ্রীলংঙ্কান যুবরা। অধিনায়ক চারিথ আসালানকা ৭৬ ও শাম্মু আসান ৭৪, কাভিন বান্দারা ৬১ ও ভিসাদ রন্ধিকার ব্যাট থেকে আসে ৫১ রান।
জবাব দিতে নেমে ৩৯.২ ওভারে ১১৯ রানে অলআউট কানাডা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আর্সলান খান । শ্রীলঙ্কার থিলান নিমেস, আসিথা ফার্নান্দো , দামিথা সিলভা ও লাহিরু কুমারা নিয়েছেন ২ করে উইকেট।
বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলছে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে কানাডা ছাড়াও আছে পাকিস্তান ও আফগানিস্তান।
Discussion about this post