সেই হারের বৃত্তে বন্ধী হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে ভারতের কাছে দল হেরেছিল ৭২ রানে। টি-টুয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সামনেও অসহায় জাহানারা আলমের দল। তাদের কাছে ৩৬ রানে হেরে গেল বাংলাদেশ।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নামে ইংল্যান্ডের মেয়েরা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। ইংল্যান্ডের হয়ে ওপেনার কার্লোট এডওয়ার্ডস সর্বোচ্চ ৫০ বলে ৫৯ রান করেন। নাতালি সিভার ২২ বলে ২৭, ড্যানি ওয়াইট ৮ বলে ১৫, ক্যাথেরিন ব্রান্ট ৮ বলে ১৭ ও ট্যামি বিউমন্ট করেন ১৪ বলে ১৮ রান।
জাহানারা আলম সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও সালমা খাতুন একটি করে উইকেট নেন।
এরপর জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে টাইগ্রেসরা। ম্যাচে নিগার সুলতানা ২৮ বলে ৩৫ ও সালমা খাতুন করেন ৩০ বলে ৩২* রান। এছাড়া ফারজানা হক ও রুমানা আহমেদ সমান ১৯ রান করেন।
রোববার একই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
Discussion about this post