মুস্তাফিজুর রহমানের ভক্তদের জন্য আরেকটি সুখবর। তাকে নিয়ে উন্মাদনায় মেতেছে বিশ্ব ক্রিকেট। এইতো কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে খেলার ডাক মিলেছিল। এবার জানা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মোটা অংকের অর্থ নিয়ে বসে আছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবারের আইপিএলে সুযোগ হতে পারে এমন ৭০০ ক্রিকেটারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। জানা গেছে ২৫ জানুয়ারির তা ৩০০ কমিয়ে আনা হবে। তারপরই ৬ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে নিলাম।
তার আগে জানা গেল ‘কাটার বয়’ বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক আগ্রহের খবর। বাঁ-হাতি পেসারের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি নির্ধারণ করি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ টাকার বেশি। জানা গেল ফ্লোর প্রাইস ১ কোটি ছাড়িয়ে যেতে পারে। কেননা, মুস্তাফিজে তারা মুগ্ধ।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খেলতে দেবে কীনা সেটা এখনো নিশ্চিত নয়।
এবারের নিলামে এগিয়ে আছেন যুবরাজ সিং, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ, শেন ওয়াটসন ও কেভিন পিটারসেন। তাদের ভিত্তি মুল্য ২ কোটি রুপি।
চলুন এক নজরে দেখে নেই
২ কোটি রুপি: যুবরাজ সিং, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ, শেন ওয়াটসন ও কেভিন পিটারসেন, আশিষ নেহরা, সাঞ্জু স্যামসন, ধাওয়াল কুলকর্নি, কেন রিচার্ডসন ও মাইকেল হাসি।
১.৫ কোটি রুপি: ডেল স্টেইন, মোহিত শর্মা ও জস বাটলার।
১ কোপি রুপি: ইরফান পাঠান ও টিম সাউদি
৫০ লাখ রুপি: মুস্তাফিজুর রহমান, মার্টিন গাপটিল, জেসন হোল্ডার ও ব্রেন্ডার স্রান।
Discussion about this post