চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি জয় পেয়েছে ভারত। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ম্যাচের দৃশ্যপট বদলে দেওয়ার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, যিনি সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন।
পাকিস্তান ম্যাচটি সহজভাবেই হারিয়েছে, যদিও তাদের একটি ম্যাচ এখনো বাকি আছে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচের ফলাফল তাদের আর কোনো কাজে আসবে না, কারণ ভারতের কাছে রোববার রাতের ম্যাচে ৬ উইকেটের পরাজয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ভারত এই জয় দিয়েই সেমিফাইনালে স্থান পায়।
পাকিস্তান ২৪১ রান ভারতের ব্যাটিং শৈলী সেই রানকে কখনোই চ্যালেঞ্জ মনে হয়নি। কোহলির সেঞ্চুরির সঙ্গে দাপুটে জয় নিশ্চিত করে ভারত।
ভারতের ইনিংসে কিছু উইকেট পড়লেও পাকিস্তানকে এই রান টপকাতে কোনো চিন্তা হয়নি। বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলের এটি টানা ৭ম জয়, যার মাধ্যমে ভারত আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
দুবাইয়ে আজ শুরু থেকেই কোহলি ছিলেন দারুণ দাপুটে। পাকিস্তানি বোলারদের খেলেছেন সাবলীলভাবে। শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়েছেন ১১৪ রানের দারুণ এক জুটিও। এর মধ্যে গড়েন দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রানের দারুণ এক রেকর্ডও। ২৮৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ৫১তম ওয়ানডে সেঞ্চুরিটা করে ফেলেন কোহলি।
Discussion about this post