বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না-এই প্রশ্নে আবারও কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে বোর্ডের কোনো আর্থিক লোকসান নেই এবং ক্রিকেটারদের জন্য আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগও দেখছেন না তিনি। বরং ক্রিকেটারদের পেছনে দীর্ঘদিন ধরে বোর্ডের বিপুল বিনিয়োগের প্রসঙ্গ টেনে এনে তিনি পারফরম্যান্স ও জবাবদিহিতার বিষয়টি সামনে আনেন।
আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল ইসলাম। ভারতের সঙ্গে টানাপোড়েনের কারণে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বোর্ডের আর্থিক ক্ষতি হবে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি সোজাসাপ্টা ভাষায় বোর্ডের অবস্থান তুলে ধরেন। তার মতে, এই বিশ্বকাপকে কেন্দ্র করে বিসিবির লাভ বা লোকসানের কোনো হিসাবই নেই।
বিসিবি পরিচালত নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠতেই নাজমুল সরাসরি বোর্ডের দীর্ঘদিনের বিনিয়োগের কথাই তুলে ধরেন। তার বক্তব্যে পরিষ্কার, প্রত্যাশিত পারফরম্যান্স না এলেও ক্রিকেটারদের কাছে কখনো অর্থ ফেরত চাওয়া হয়নি। সেক্ষেত্রে বিশ্বকাপ না খেললে ক্ষতিপূরণের দাবি যুক্তিহীন বলেই মনে করেন তিনি।
নাজমুল বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
নিজের বক্তব্য আরও জোরালো করতে গিয়ে তিনি ক্রিকেটারদের অর্জনের দিকটি সামনে আনেন। বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যহীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’
এ সময় ভবিষ্যতে পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক কাঠামো চালুর সম্ভাবনার কথাও বলেন নাজমুল ইসলাম। তবে তিনি পরিষ্কার করে দেন, এটি তার একার সিদ্ধান্তে বাস্তবায়ন হবে না; বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই যেকোনো পরিবর্তন আসবে।
তিনি বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’










Discussion about this post