দুই নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে করে তুলে ৬৮ রান। জবাব দিতে নেমে গাপটিল-উইলিয়ামসন কোন উইকেট না হারিয়েই পৌঁছে যান লক্ষ্যে। তাতেই বিশ্বরেকর্ড!
১৭.৪ ওভারে ১৭১ রানের জুটি গড়েন দুজন। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান।
এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লোটস বসম্যান করেন ১৭০ রানের উদ্বোধনী জুটি। যা ছিল রেকর্ড। আবার টি-টুয়েন্টিতে যে কোন জুটিতে গাপটিল-উইলিয়ামসনের ১৭১ সর্বোচ্চ রানের জুটি।
ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গাপটিল ৫৮ বলে ৮৭ ও উইলিয়ামসন ৪৮ বলে ৭২ রান করেন।
Discussion about this post