ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠের লড়াইয়ে দারুণ উত্তেজনা থাকলেও আলো কাড়ে আবাহনীর আধিপত্য। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে মাত্র ৬.৪ ওভারেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করে আবাহনী।
পারভেজের ইতিহাস গড়া ইনিংস
আবাহনীর হয়ে আজ রেকর্ড গড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৫ বলে হাফসেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে যান ফরহাদ রেজার করা ১৮ বলের আগের রেকর্ড। পারভেজ ২৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। তাঁর আগ্রাসী ব্যাটিংয়েই দ্রুত জয় নিশ্চিত করে আবাহনী।
এর আগে শাইনপুকুরের ব্যাটিং ছিল একেবারে ধ্বংসস্তূপের মতো। ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানেই অলআউট হয় তারা। মিনহাজুল আবেদীন করেন সর্বোচ্চ ৩৮ রান। আবাহনীর হয়ে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন, ২টি করে উইকেট পান রিপন মণ্ডল ও রাকিবুল হাসান।
সুপার লিগের দৌড়ে মোহামেডান
মিরপুরে মোহামেডান মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংকের। টসে হেরে বোলিংয়ে নেমে ৩২.২ ওভারে ১৭৪ রানে প্রাইম ব্যাংককে অলআউট করে তারা। শামীম হোসেন একাই লড়েছেন, ৬১ বলে করেন ৮৯ রান।
মোহামেডানের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম, মাত্র ৩.২ ওভারে ৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ইবাদত নেন ৩ উইকেট।
রান তাড়ায় শুরুটা ভালো না হলেও অধিনায়ক তাওহীদ হৃদয় (৫৭) ও মেহেদী হাসান মিরাজ (৬৭)* দারুণভাবে দলকে জয়ের পথে ফেরান। মোহামেডান জেতে ৫ উইকেট হাতে রেখেই, ৯ ম্যাচে ৭ জয়ে উঠে আসে টেবিলের দুই নম্বরে।
নবাগত গুলশানের চমক
প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে আসা গুলশান ক্রিকেট ক্লাব দেখাচ্ছে ধারাবাহিক পারফরম্যান্স। আজ তারা রোমাঞ্চকর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারায়।
ধানমন্ডি প্রথমে ব্যাট করে করে ২৫৮ রান তোলে। ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। গুলশানের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান ও আসাদুজ্জামান। রান তাড়ায় গুলশানের ইনিংসেও চাপ থাকলেও নাঈম ইসলাম (৬৮) ও খালিদ হাসান (৪২) শেষ দিকে হাল ধরেন। ম্যাচ জিতে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসে গুলশান।
Discussion about this post