এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার চমক হিসেবে আসছেন এক বড় তারকা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে আবাহনীতে নাম লেখালেন ইউসুফ পাঠান। ভারতীয় নয় রাউন্ড শেষে দলটি বর্তমানে রয়েছে ষষ্ঠ অবস্থানে। এ অবস্থায় তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক নাইট রাইডার্স তারকা ইউসুফ।
ইউসুফ সদ্য সমাপ্ত আইপিএল মৌসুমটি দারুণ কাটিয়েছেন। কলকাতা প্লে-অফ পর্যন্ত এগিয়ে থমকে গেলেও তিনি ভালো ব্যাটিং করেছেন ধারাবাহিকভাবেই। মোট ১৫টি ম্যাচে ৭২ গড়ে রান করেছেন ৩৬১। স্ট্রাইকরেট ১৪৫.৫৬।
বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের লিস্ট-এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ইউসুফের আগে এই টুর্নামেন্টের চলতি আসরে ভারতীয়দের মধ্যে আরো যোগ দিয়েছেন মনোজ তিওয়ারি, মনবিন্দর বিসলা, জলজ সাক্সেনা, অশোক মেনারিয়া, রজত ভাটিয়ার মতো ক্রিকেটাররা। তবে তার অন্তুভুর্ক্তি বড় চমক!
Discussion about this post