ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড শেষ হলেও এখনো সুপার সিক্সের আগে বাকী দুই রাউন্ড। তাই সেই দুই রাউন্ডের সূচি রোববার প্রকাশ করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আগামী ১ জুন দশম রাউন্ড ও ৫ জুন শুরু হবে একাদশ রাউন্ডের খেলা। বৃষ্টির কথা মাথায় রেখে এবারও রাখা হয়েছে রিজার্ভ ডে।
ডিপিএলে নয় ম্যাচে ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। একই ম্যাচে একই জয় নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দুয়ে রয়েছে প্রাইম দোলেশ্বর। এদিকে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে লিজেন্ডেস অব রূপগঞ্জ। আর ১০ পয়েন্ট নিয়ে এরপরই আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল।
এছাড়া ভিক্টোরিয়ার পয়েন্ট ৯। আর ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপের পয়েন্ট ৮। তাই সুপার সিক্সের লড়াইটাও দলগুলোর মধ্যে বেশ জমে উঠেছে।
ডিপিএলের শেষ দুই রাউন্ডের সূচি-
দশম রাউন্ড-
১ জুন- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম আবাহনী লিমিটেড (বিকেএসপি)
১ জুন- প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (মিরপুর)
১ জুন- কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ক্রিকেট কোচিং স্কুল (ফতুল্লা)
২ জুন- রিজার্ভ ডে
৩ জুন- মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র (ফতুল্লা)
৩ জুন- লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)
৩ জুন- ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
৪ জুন- রিজার্ভ ডে
একদশ রাউন্ড-
৫ জুন- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)
৫ জুন- আবাহনী লিমিটেড বনাম ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)
৫ জুন- কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম কলাবাগান ক্রীড়া চক্র (মিরপুর)
৬ জুন- রিজার্ভ ডে
৭ জুন- মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)
৭ জুন- লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
৭ জুন- ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (ফতুল্লা)
৮ জুন- রিজার্ভ ডে
সিআর/এটি
Discussion about this post