লিওনেল মেসির অভাব বুঝতে দিলেন না আনহেল ডি মারিয়া। তার ম্যাজিক ফুটবলে কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করেছে ফেভারিট আর্জেন্টিনা। এনিয়েএই আসরে(ফাইনাল বাদে) ২৬ বারের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় অধরা থাকল চিলির।
বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে ২৩ বছর পর শিরোপা জয়ের মিশনে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিল আর্জেন্টিনা।
মঙ্গলবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে ডিয়েগো ম্যারাডোনার দেশ।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা’র লেভিস স্টেডিয়ামে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। যদিও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে প্রান ছিল শুরু থেকেই। বিরতির পরই গোল পায় আর্জেন্টিনা। ৫১তম মিনিটে ডি মারিয়া উৎসবে ভাসিয়ে দেন সমর্থকদের। এরপর ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বানেগার গোল স্বস্তি এনে দেয় (২-০)।
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হোসে পেদ্রোর গোলে ব্যবধান কমায় চিলি। এই জয় দিয়ে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নিশ্চিত। এই গ্রুপে আর্জেন্টাইনদের অপর দুই প্রতিপক্ষ হলো- পানামা ও বলিভিয়া। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে পানামা ২-১ গোলে বলিভিয়াকে হারায়।
Discussion about this post