ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ নিজেদের প্রথম ম্যাচে দারুণ দাপট দেখাল ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে ধানমন্ডি। অন্যদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিল শাইনপুকুর।
সোহানের ফিফটিতে ধানমন্ডির দারুণ জয়
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের ২৬৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই টপকে যায় ধানমন্ডি। ম্যাচে নেতৃত্বের ছাপ রেখে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের তিন টপ অর্ডার ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম (৮৪), ইমতিয়াজ হোসেন (৫০) ও মিজানুর রহমান (৭৩*) ফিফটি করলেও দলের সংগ্রহ খুব বড় হয়নি। টপ অর্ডারের ভালো শুরুর পরও শেষের দিকে ধীরগতির ব্যাটিংয়ে ২৬২ রানে থামে তারা।
জবাবে ধানমন্ডির হয়ে ফজলে মাহমুদ (৫৫) ও ইয়াসির আলি (৪১) মাঝের ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষের দিকে চাপে পড়েছিল দলটি। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৩ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাকে সঙ্গ দেন জিয়াউর রহমান (২৪ বলে ১৯*)।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৬২/৫ (মাহফিজুল ৮৪, ইমতিয়াজ ৫০, মিজানুর ৭৩*)
ধানমন্ডি: ৪৮.৪ ওভারে ২৬৪/৬ (সোহান ৫৮*, ফজলে মাহমুদ ৫৫, ইয়াসির ৪১)
ফল: ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান সোহান
রাফসানের ব্যাটে ও রাফির বোলিংয়ে শাইনপুকুরের দাপট
বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। দলের হয়ে অনিক সরকার (৭৭) ও অধিনায়ক রায়ান রাফসান (৮৭) দুর্দান্ত ব্যাটিং করেন। শেষ দিকে মাত্র ১৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে তিনশর কাছাকাছি নিয়ে যান জুবায়ের হোসেন।
পারটেক্স স্পোর্টিং ক্লাব বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই লড়াই জমাতে পারেনি। বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। পেসার আল ফাহাদও শিকার করেন ৩ উইকেট। পারটেক্স শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায়।
শাইনপুকুরের এই বড় জয়ের নায়ক হয়েছেন রাফি, যার ১০ ওভারে ৩ উইকেট নেওয়া বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর: ৫০ ওভারে ২৯৮/৫ (রাফসান ৮৭, অনিক ৭৭, জুবায়ের ৩৯*)
পারটেক্স: ৪৯.৫ ওভারে ২২১ (জাওয়াদ ৪৬, রাফি ১০-১-১৪-৩, ফাহাদ ৩ উইকেট)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানে জয়ী
ম্যাচসেরা: রাফিউজ্জামান রাফি
Discussion about this post