দুঃসংবাদ-মিরপুরের শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে নেই শরিফুল ইসলাম। বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বিকেলে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান এই পেসার। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে শুরু হতে যাওয়া টেস্টে পাওয়া যাবে না শরিফুলকে। কমপক্ষে ২১ দিন মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার।
এ কারণেই তাকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে যদিও নেই চমক।
শরিফুল ছাড়া প্রথম টেস্টের বাকি ১৬ সদস্যের সবাই রয়েছেন দ্বিতীয় টেস্টের দলে। নতুন করে কাউকে ডাকেনি বিসিবি। হাতের চোট কাটিয়ে না উঠায় অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও নেই ঢাকা টেস্টের দলে।
চট্টগ্রাম টেস্টের জন্য প্রথম ঘোষিত দলে না থাকার পর হঠাৎ দলে যোগ করা মোসাদ্দেক হোসেন আছেন মিরপুর টেস্টে। চোটের কারণে ফাস্ট বোলার তাসকিন আহমেদ নেই। সুযোগ পেলেন না আরেক পেসার আবু জায়েদ চৌধুরি রাহি।
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শুরু আগামী ২৩ মে, সোমবার। তারপরই আগামী মাসের প্রথম সপ্তাহে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটদল।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন।
Discussion about this post