স্পিন ফাঁদ পেতে ইংল্যান্ড বধের পরিকল্পনা করেছিল বাংলাদেশ। তাইতো একাদশে চমক হিসেবেই উঠে আসেন মেহদী হাসান মিরাজ। অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমেই তিনি দেখালেন ম্যাজিক। সঙ্গে থাকল অভিজ্ঞ সাকিব আল হাসানের ঘূর্ণি। তাতেই প্রথম দিনটা টাইগারদের।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্য ছিল ইংল্যান্ডের পক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৮ রান তুলে টেস্টের প্রথম দিন শেষ করল ইংল্যান্ড। মঈন আলি ও জনি বেয়ারস্টো করেছেন ফিফটি।
দীর্ঘ চৌদ্দ মাস পর টেস্ট বাংলাদেশের পক্ষে এদিন অভিষেক হল মেহেদি হাসান মিরাজের। আর শুরুতেই চমক। তুলে নিলেন পাঁচ উইকেট। অন্য দুই উইকেট সাকিবের।
সত্যিকার অর্থেই দিনটা ছিল মিরাজের। বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড এদিন গড়েন তিনি। সকালেই চেপে ধরেন সফরকারী দেশের ব্যাটসম্যানদের। দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে যে চাপে পড়েছিল ইংলিশরা তা আর কাটিয়ে উঠা হয়নি।
মঈন অালি ৬৮ রানের ইনিংসটি না খেললে এদিনই হয়তো অলআউট হয়ে যেতো ইংল্যান্ড। বেয়ারস্টো করেন ৫২।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯২ ওভারে ২৫৮/৭ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৪০, ব্যালান্স ১, মঈন ৬৮, স্টোকস ১৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬*, রশিদ ৫*; শফিউল ০/৩৩, মিরাজ ৫/৬৪, কামরুল ০/৪১, সাকিব ২/৪৬, তাইজুল ০/২৮, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৭, মুমিনুল ০/০)।
#প্রথমদিন শেষে
Discussion about this post