তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কে উত্তাল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। চলতি মৌসুমে মোহামেডানের হয়ে খেলা হৃদয় আগেই এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করলেও, হঠাৎ করেই তার বিরুদ্ধে আবার এক ম্যাচের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ক্রিকেটাররা। এ অবস্থায় আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে গিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার।
আজ শুক্রবার দুপুরে মিরপুরের একাডেমি ভবনে নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে। সেখানে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘসময় বৈঠকে বসেন তারা। উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং মিডিয়া ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। হৃদয়ের শাস্তি নিয়ে তিনি বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার শাস্তি দিচ্ছে-এটা হাস্যকর।’
তামিমের এই মন্তব্য থেকেই স্পষ্ট, নিয়মের অস্পষ্টতা ও স্বচ্ছতার অভাব নিয়ে খেলোয়াড়দের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে।
দীর্ঘদিন অসুস্থতার কারণে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল আজ প্রথমবার গণমাধ্যমের সামনে এলেন। হার্ট অ্যাটাকের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও সতীর্থদের অধিকার রক্ষায় নিজেকে সম্পৃক্ত করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তাওহিদের শাস্তি ছাড়াও ক্রিকেটারদের আরেকটি বড় অভিযোগ-ম্যাচ পাতানোর ঘটনা বোর্ডের যথাযথ ব্যবস্থাপনায় না আসা এবং মিডিয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া। তামিম এ প্রসঙ্গে বলেন, ‘বিপিএল বা ডিপিএলে কোনো অভিযোগ উঠলে তা আগে বোর্ডের ভেতরে সমাধান হওয়া উচিত। না হলে খেলোয়াড়দের সম্মান নষ্ট হয়।’
Discussion about this post