পাকিস্তান ক্রিকেট চিত্রটাই পাল্টে গেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নতুন করে যেন জেগে উঠেছে সন্ত্রাস আক্রান্ত দেশটির ক্রিকেট। ফাইনালে চির প্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে জয়ের পর থেকেই উৎসব আমেজে আছে তারা। এবার কোটিপতি হয়ে গেলেন তারা। পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ১৮ সদস্যের স্কোয়াডের প্রত্যেককে ১ কোটি রুপি করে বোনাসের ঘোষনা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তান ক্রিকেট দলে এবার বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় ছিলেন যাদের এটিই ছিল প্রথম কোন বড় আসরে অংশগ্রহণ। অনেকের আবার অভিষেকও হয়েছে এই টুর্নামেন্ট দিয়ে। মজার ব্যাপার হল-
মাত্র কয়েক দিনের ব্যবধানেই তারা একেকজন বনে গেছেন কোটিপতি!
এর মধ্যে ওপেনার ফাহিম আশরাফ, পেসার রুম্মান রইস ও অলরাউন্ডার ফাহিম আশরাফের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১৮ বছর বয়সী শাদাব খানও মাত্র সাতটি ওয়ানডে ম্যাচ খেলেন। একইসঙ্গে অধিনায়ক সরফরাজ আহমেদ, বাবর আজম, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, হাসান আলিদের জন্যও ছিল এটিই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি।
এখানেই শেষ নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডও পুরো দলকে ২ কোটি ৯০ লক্ষ রুপি এবং প্রতি খেলোয়াড়কে ১০ লক্ষ রূপি করে বোনাস দেয়ার ঘোষনা দিয়েছে। এছাড়া প্রত্যেক খেলোয়াড়কে ১০ লক্ষ রূপি ও একটি করে প্লট দেয়ার ঘোষনা দিয়েছেন পাকিস্তানের ধনকুবের ও রিয়েল এস্টেট ব্যবসায়ী রিয়াজ মালিক।
Discussion about this post