শুরুতেই পা পিছলে গেল ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমার নেই। এক হিসেবে অনভিজ্ঞ আক্রমণভাগ নিয়ে কোপা আমেরিকার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমেছিল সাম্বা নৃত্যের এই দেশ। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই হোচট। দক্ষিণ ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করল কার্লোস দুঙ্গার দল।
বাংলাদেশ সময় রোববার সকালে ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে অবশ্য বেশ ভাল খেলেই ম্যাচটা ড্র করেছে ইকুয়েডর। দিনের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপে হাইতিতে ১-০ গোলে হারিয়েছে পেরু।
কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে এই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরে আয়োজিত এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে কোস্টা রিকা ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এনিয়ে সর্বশেষ ছয় কোপার আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চতুর্থবারের মতো জয় পেতে ব্যর্থ হল ব্রাজিল। ২০০৪ ও ২০১৫ সালের আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেলেও ২০০১ ও ২০০৭ সালে হেরে যায় সেলেসাওরা। তবে ২০১১ সালের পর কোপার বিশেষ আসরের প্রথম ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আটবারের চ্যাম্পিয়নরা।
এদিকে ৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।
Discussion about this post