অনন্য এক রেকর্ডের সামনে দাড়িয়ে তিনি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামলেই সেই রেকর্ড হয়ে যাবে তার। অধিনায়ক অ্যালিস্টার কুক দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটির নিজের করে নেবেন। অবশ্য এইসব রেকর্ড নিয়ে ভাবতে নারাজ তিনি। দেশের হয়ে খেলে যেতেই যতো আনন্দ তার।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৩৩টি টেস্ট খেলেছেন কুক। যৌথভাবে তিনি রয়েছেন অ্যালেক স্টুয়ার্টের পাশে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করতে নামলেই সাবেক এই ইংলিশ তারকা ক্রিকেটারকে টপকে যাবেন তিনি।
তবে এমন রেকর্ড গড়া কুকের জন্য নতুন নয়। এর আগে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ ও ১০ হাজার রান ক্লাবে প্রবেশ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একইসঙ্গে টেস্ট সেঞ্চুরিতেও তিনি দেশসেরা। করেছেন ২৯টি সেঞ্চুরি। তারপরই আছেন কেভিন পিটারসেন, করেছেন ২৩টি সেঞ্চুরি।
ইংলিশদের হয়ে শততম টেস্ট খেলা ক্লাবে আরেকজন প্রবেশের অপেক্ষায়। দলে জায়গা পেলে স্টুয়ার্ট ব্রড এই কীর্তি গড়বেন। কুক-জেমস অ্যান্ডারসন রয়েছেন অভিজাত এই ক্লাবে।
এমন একটি ম্যাচ খেলার আগে টাইগারদের প্রশংসা করলেন কুক। বললেন, ‘বাংলাদেশ গত দেড় বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে। তারা টেস্ট খেলেনি তা ঠিক। কিন্তু ওয়ানডেতে দারুণ খেলেছে। তাই আমাদের জন্য জয় সহজ হবে না।’
চট্টগ্রামের আবহাওয়াও মাথাব্যাথার কারণ হতে পারে ইংলিশদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়।
Discussion about this post