মাশরাফি বিন মুর্তজা মানেই অনুপ্রেরনার আরেক নাম। জাতীয় দল কিংবা ঘরোয়া টুর্নামেন্ট যেখানেই খেলতে নামেন, দৃষ্টান্ত স্থাপন করে ফেলেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে আগেই সরে দাড়ানো এই তারকা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ঘরোয়া ক্রিকেটে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) এবারো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ম্যাশ। তাদের ঝড় তুলতে তৈরি তিনি।
যদিও প্রত্যাশার লাগাম টেনে রেখেই শুরু করেছেন মাশরাফি। বিপিএলের তিন আসরে চ্যাম্পিয়ন অধিনায়ক ট্রফি নয়, আপত লক্ষ্য সেমি-ফাইনাল।
ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল শুরু হবে আগামী ৪ নভেম্বর। সেখানে প্রথম দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা। গতবার শিরোপা জিতলেও এবার ম্যাশ জানালেন সেমি-ফাইনালই তার লক্ষ্য।
মাশরাফি স্পষ্ট জানিয়ে রাখলেন, ‘দেখুন, আমাদের দলটা খুবই ব্যালেন্সড। সবাই যদি নিজের সেরাটা দিতে পারলে ভাল ফল আসবেই। তবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।’
Discussion about this post