বিপিএলের সর্বশেষ আসর ঘিরে ওঠা দুর্নীতি, অব্যবস্থাপনা ও প্রক্রাগত ঘাটতির অভিযোগে গঠিত স্বাধীন তদন্ত কমিটি বিসিবির হাতে তুলে দিয়েছে তাদের প্রাথমিক প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই প্রতিবেদনের ভিত্তিতে এখন আইসিসি’র নীতিমালা, দেশের প্রচলিত আইন এবং বোর্ডের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্বচ্ছতা এবং তদন্ত প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষার স্বার্থে, এই পর্যায়ে কারও নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং আগামী বিপিএল আসরকে আরও পেশাদার ও দুর্নীতিমুক্ত করতে প্রাথমিক প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রাখা হয়েছে।
এই প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
# ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কার
# দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার আরও কড়াকড়ি তদারকি
# সার্বিক নিরাপত্তা জোরদারকরণ
বোর্ড আশা করছে, আগামী মাসের শেষ দিকে তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। তখনই পূর্ণাঙ্গ মতামত ও সুপারিশ আলোচনায় আসবে।
প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর বিসিবি জানিয়েছে, এখন থেকে বিষয়টি নিয়ে তারা আর কোনো মন্তব্য করবে না, এবং প্রক্রিয়াটি গোপনীয়ভাবে করা হবে।
Discussion about this post