এক ম্যাচ দেখার জন্য দু’বার টিকিট কাটতে হল ক্রিকেটপ্রেমীদের। শুনতে বিস্ময়কর হলেও ঘটনা সত্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনটাই ঘটছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে গত শুক্রবারের পরিত্যক্ত হওয়া খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দেখতে নতুন করে টিকিট কাটতে হল দর্শকদের। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ।
কোনো ম্যাচ একটি বল না গড়িয়ে পরিত্যক্ত হলে টিকেটের টাকা ফেরত দেয়ার নিয়ম। এমনটাই প্রচলিত ক্রীড়া বিশ্বে। কিন্তু সেটা দেখা গেল না বিপিএলে!
গেল শুক্রবার শুরুর কথা ছিল খুলনা ও রংপুরের মধ্যকার ম্যাচ। যার টিকিট কিনেছিলেন অনেক দর্শক। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ হয়নি। তারপরও টিকিটের টাকাও ফেরত পাননি ক্রিকেটপ্রেমীরা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিট মূল্য ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট ২০০ টাকা।
Discussion about this post