বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের উত্তেজনায় এবার আলোচনাতেই নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে আয়োজকরা থেমে নেই। এরইমধ্য চূড়ান্ত হয়েছে সূচি। দলগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নেই। সরাসরি ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল।
৪ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের চতুর্থ আসরে উদ্বোধনী অনুষ্ঠান না থাকার বিষয়টি আয়োজকরা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন। মূলত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ততার কারণেই এটা পারছেন না তারা।
সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় উদ্বোধনী অনুষ্ঠানের পারফরমারদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যদিও গত আসর মাতিয়েছিলেন বাংলাদেশ-ভারতের বিনোদন জগতের তারকারা।
উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ম্যাচের দিন ঠিকই ‘বিনোদন’ থাকছে। প্রতিদিনই ম্যাচ বিরতিতে কনসার্টের আয়োজন হবে।
বিপিএলে এবার প্রতিদিন দুটি করে ম্যাচ থাকছে। দুই ম্যাচের মাঝে যে সময়টা থাকবে তখন দেশের বিভিন্ন সংগীত শিল্পীরা মঞ্চে সংগীত পরিবেশন করবেন। গাইবেন ক্লোজ আপ ওয়ান, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা শিল্পীরা। গাইবে চিরকুট, ওয়ারফেজের মতো নামী ব্যান্ড দল।
জানা গেল টুর্নামেন্টের ফাইনালের হবে জমকালো কনসার্ট। এমন সব পরিকল্পনা এরইমধ্যে সেরে ফেলেছে বিপিএল আয়োজকরা।
Discussion about this post