সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। চতুর্থ আসরের প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়ে গেছে। এবার থাকছে না গত আসরের দল সিলেট। তবে ফের দেখা যাবে পুরনো দুটি ফ্র্যাঞ্চাইজিকে। মোট সাত দল নিয়ে বসবে এবারের আসর। খেলোয়াড় ড্রাফট হবে ৩০ সেপ্টেম্বর।
তার আগে নির্ধারিত হয়ে গেল বিপিএলে দেশি খেলোয়াড়দের ক্যাটাগরি তালিকাও। আর তাতে আইকন ক্যাটাগরিতে রাখা হয়েছে ৭জন ক্রিকেটারকে। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১১জন, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে সেখানে যথাক্রমে ৩৫, ৫৩ ও ২৭ জন করে ক্রিকেটার।
সাকিব আল হাসানের ফ্লোর প্রাইস ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজারা ৫০ লাখ টাকা করে। সাব্বির ও সৌম্য ৪০ লাখ টাকা করে।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৮ লাখ, ১২ লাখ ও ৫ লাখ টাকা করে।
চলুন দেখি বিপিএলে দেশি খেলোয়াড়রা কে কোন ক্যাটাগরিতে-
ক্যাটাগরি ‘এ’:
নাসির হোসেন, মুমিনুল হক, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ মিঠুন ও আব্দুর রাজ্জাক।
ক্যাটাগরি ‘বি’:
শাহরিয়ার নাফীস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, অলক কাপালি, সোহাগ গাজী, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোশাররফ হোসেন রুবেল, আরাফাত সানি, আল-আমিন, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, শামসুর রহমান, সৈকত আলী, রনি তালুকদার, জিয়াউর রহমান, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান, আরিফুল হক, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, সাকলাইন সজীব, এনামুল হক জুনিয়র, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন অপু ও সোহরাওয়ার্দী শুভ।
ক্যাটাগরি ‘সি’:
নাদিফ চৌধুরী, ইলিয়াস সানি, মোহাম্মদ শরীফ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মেহেদী মারুফ, ইমতিয়াজ হোসেন তান্না, সাইফ হাসান, নাঈম জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, আসিফ আহমেদ রাতুল, তাসামুল হক, রাজিন সালেহ, তুষার ইমরান, মেহরাব জুনিয়র, মাইশুকুর রহমান, ইরফান শুক্কুর, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, ধীমান ঘোষ, তানভীর হায়দার, হামিদুল ইসলাম হিমেল, অমিত মজুমদার, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, ফজলে আহমেদ রাব্বি, জাবিদ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ফরহাদ হোসেন, মেহেদী হাসান, সাইফউদ্দিন, শরীফউল্লাহ, মোহাম্মদ ফুরকান, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, আবু জায়েদ রাহী, দেওয়ান সাব্বির রহমান, শহীদুল ইসলাম, ডলার মাহমুদ, সাজেদুল ইসলাম, নাজমুল হোসেন, নিহাদুজ্জামান, আসিফ হাসান, মনির হোসেন, বিশ্বনাথ হালদার, রাহাতুল ফেরদৌস, নাবিল সামাদ ও নুর হোসেন মুন্না।
ক্যাটাগরি ‘ডি’:
পিনাক ঘোষ, জয়রাজ শেখ, সাঈদ সরকার, আশিকুজ্জামান, শাফিউল হায়াত হৃদয়, জাকের আলী অনিক, সালেহ আহমেদ শাওন, আহমেদ সাদিকুর রহমান, মেহরাব হোসেন জোসি, নুর আলাম সাদ্দাম, এবাদত হোসেন, আব্দুল হালিম, সনজিত সাহা, আরিফুল ইসলাম জনি, রাসেল আল মামুন, রেজাউল করিম রাজিব, হাবিবুর রহমান জনি, তাওহীদুল ইসলাম রাসেল, মেহেদী হাসান রানা, ইসামুল আহসান আবির, নাসুম আহমেদ, ইফতেখার সাজ্জাদ, অমিতাভ নয়ন, রনি, জুপিটার ঘোষ, মুরাদ খান ও হুমায়ন কবির শাহীন।
Discussion about this post