তারা সেই জমিদারি আমলে ফিরিয়ে নিতে চেয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটকে। তাইতো চালু করতে চেয়েছিল ‘বিগ থ্রি’ প্রথা। যেখানে দাপট থাকবে শুধুই ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার। তাদের কথা মতো চলবে বিশ্ব ক্রিকেট। অন্যরা শুধু দাড়িয়ে দেখে যাবে!
অনেক সমালোচনার পর অবশেষে সেই মোড়ল প্রথা মানে বিগ থ্রি ফর্মুলা বৃহস্পতিবার বাতিল হয়ে গেল।
২০১৪ সাল থেকে ক্রিকেট বিশ্ব শাসন করার যে প্রক্রিয়া শুরু করেছিল ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড-বৃহস্পতিবার দুবাইয়ে আয়োজিত আইসিসির এক সভায় তা বাতিল হয়ে গেল। জানা গেল এই তিন দেশ সংস্থাটির কার্যকরী পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আর থাকতে পারবে না।
বিসিসিআইয়ের বর্তমান সভাপতি ও আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তার পূর্বসূরি এন শ্রীনিভাসনের পথে হাটেন নি। তিনি বলেন ‘আমার মনে হয় ক্রিকেট বিশ্বে কেউ বড় কেউ ছোট এমনটা খেলার জন্য সুফল বয়ে আনবে না।’
এমন সিদ্ধান্তের নিশ্চিত করেই আইসিসিতে তিন মোড়লের দাপট কমবে। তাদের আধিপত্য সুনাম নষ্ট হওয়া আইসিসি ফিরবে সঠিক পথে।
Discussion about this post