দিনের খেলা হওয়ার কথা ৯০ ওভার। কিন্তু ৩০ ওভারেই শেষ হয়েছে জ্যামাইকা টেস্টের প্রথম দিন। সব মিলিয়ে দুই দলেরই হতাশায় কাটল প্রথম দিনটা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান। ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার হলো এদিন তারা তিনটি ক্যাচ ড্রপ করেছে।
শনিবার রোদ থাকলেও প্রথম দুই সেশনে ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। স্যাবাইনা পার্কে তারপর বল মাঠে টস জিতে ব্যাট নিল বাংলাদেশ দল।
এদিন দুবার জীবন পেয়ে সাদমান ইসলাম ১০০ বলে অপরাজিত আছেন ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দীপু তুলেছেন ৬৩ বলে ১২ রান। দিনের শুরুতে ১০ রানে বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই নিয়েছেন পেসার কেমার রোচ।
মুমিনুলের উইকেট নিয়ে নতুন উচ্চতায় পা রাখেন রোচ। প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ টেস্ট উইকেট শিকার করলেন এই পেস বোলার।
টসে জিতে ব্যাট করতে নেমেই দুটি উইকেট হারায় বাংলাদেশ দল। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন জয় (৩)। জশুয়া দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন তিনি।
নিজের খেলা সবশেষ ৬ ইনিংসে তিনবার শূন্য রানে আউট হলেন মুমিনুল হক। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এখন এই অভিজ্ঞ ব্যাটারের। ১৭ বার শূন্যতে আউট টপকে গেলেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৬)। নিশ্চয়ই এবার স্বস্তি পাবেন আশরাফুল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার বাঁচাতে এই টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। কারণ প্রথম টেস্ট জিতে এগিয়ে আছে ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০)
#১ম দিন শেষে
Discussion about this post