টেস্ট ও ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সেই প্রত্যাশাও পূরণ হলো না। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল টাইগাররা।
আজ বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারিয়ে বসে। এরপর বোলিং বিভাগেও দেখা দেয় পরিচিত দুর্বলতা। সব মিলিয়ে তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝড়ো করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৮ রান। পাওয়ার প্লেতে আসে ৫৪ রান। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তানজিদ হাসান (১৬), লিটন দাস (৬), হৃদয় (১০) প্রত্যাশা মেটাতে ব্যর্থ হন। তিন বছর পর দলে ফেরা মোহাম্মদ নাঈম শেখ অপরাজিত থাকলেও ২৯ বলে ৩২ রানের ইনিংসটি ছিল ধীরগতির। শেষ দিকে শামীম হোসেন ৫ বলে ১৪ রান করে দেড়শ পের করতে সাহায্য করেন দলকে।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৪ রান। ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। নিসাঙ্কা ও কুশল মেন্ডিস প্রথম ২৮ বলে তুলেন ৭৮ রান। নিসাঙ্কা করেন ১৬ বলে ৪২ রান।
এরপর মেন্ডিসের ধীর-স্থির ব্যাটিংয়ে এগোয় শ্রীলঙ্কা। ৫১ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে তিনি করেন ৫ চার ও ৩ ছক্কা। শেষ দিকে আসালাঙ্কা ও আভিশকা ফার্নান্দো সহজেই দলকে জয় এনে দেন।
বাংলাদেশের পেসাররা ছিলেন মারাত্মক খরুচে। তাসকিন ৩ ওভারে ৪৩ রান দেন। সাইফউদ্দিন, রিশাদ ও মিরাজ একটি করে উইকেট নিলেও ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেননি কেউই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; কারুনারাত্নে ১-০-৮-০, থুশারা ৪-০-৩২-১, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৭-২, শানাকা ৪-০-২২-১, ভ্যান্ডারসে ৪-০-২৫-১)
শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩ (নিসাঙ্কা ৪২, কুসাল মেন্ডিস ৭৩, কুসাল পেরেরা ২৪, আভিশকা ১১*, আসালাঙ্কা ৮*; সাইফউদ্দিন ৩-০-২২-১, তাসকিন ৩-০-৪৩-০, তানজিম ৪-০-৩৪-০, মিরাজ ৪-০-২৪-১, শামীম ১-০-১১-০, রিশাদ ৪-০-২৪-১)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস
Discussion about this post