ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে এবারো পথ খুঁজে পায়নি বাংলাদেশ। জয় সোনার হরিণ হয়েই আছে। অবশ্য এটা নতুন নয়। দেশটি থেকে কখনোই জয় নিয়ে ফিরতে পারেনি টাইগাররা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টেস্টেও সাফল্য ধরা দেয়নি। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের যন্ত্রণা নিয়েই দল এবার পা রাখল ওয়েলিংটনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট হবে এই শহরেই। ৮ মার্চ মাঠে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল ওয়েলিংটনে পৌছেছে। বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহীমও। বলা হচ্ছে দ্বিতীয় টেস্টে ফিরবেন তিনি। প্রথম টেস্টে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমানও আসতে পারেন একাদশে।
হ্যামিল্টন থেকে অবশ্য কিছু সুখস্মৃতিও নিয়ে গেলো দল। গত টেস্টে শতরান পেয়েছেন তামিম ইকবাল, সৌম্য এবং মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যরা অবশ্য এখনো রানে নেই। বাংলাদেশ দলের নতুন ওপেনার সাদমান হোসেন দুই ইনিংসেই ভালোর ইঙ্গিত দিয়ে ফিরে যান। নতুন ভেন্যুর বাতাস নিয়ে ভাবছেন না সাদমান। জানালেন, ‘দেখুন, বাতাস তো থাকবেই। এটা প্রাকৃতিক ব্যাপার, কিছু করার নেই। এটা খুব সমস্যা করবে না মনে হয়। যদি আমরা নরম্যালি খেলি, তাহলেই হবে। বাতাস মাথায় রাখলেই সমস্যা হবে, মাথায় না নেওয়াই ভালো।’
প্রথম টেস্টের দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে থাকতে পারেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। পেসার আবু জায়েদ আর খালেদ আহমেদের একাদশে থাকাটাও প্রায় নিশ্চিত। তবে এরইমধ্যে নিশ্চিত হয়েছে এই টেস্টও মিস করবেন অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় এবারো নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post