আবারো ব্যস্ত হয়ে উঠল দেশের ক্রিকেট। এইতো বুধবার বিকেলে রাজধানীতে চলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ২৫ সেপ্টেম্বর তাদের সঙ্গে মাশরাফি বিন মতুর্জাদের প্রথম ওয়ানডে। তারই অংশ হিসেবে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হয়ে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের এই দলের কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলে তিন উদ্বোধনী ও তিন পেসারের সঙ্গে জায়গা রয়েছেন দুজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার।
তবে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে দেওয়া বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলের অপেক্ষা থাকা পেসার তাসকিন আহমেদও যোগ হতে পারেন তালিকায়। তার আগে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে হবে এই তারকাকে।
ওয়ানডে পুল থেকে বাদ পড়েছেন- অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু, স্পিনার মোশাররফ হোসেন রুবেল, পেসার আল আমিন হোসেন।
গত প্রিমিয়ার লিগেই আবাহনীর হয়ে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক। ১৬ ম্যাচে ৭৭.৭৫ গড় ও ১০৪.৮৯ স্ট্রাইকরেটে ৬২২ রান করেছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন ১৫টি। তাইতো ২০ বছর বয়সী এই ক্রিকেটার ডাক পেলেন আফগানদের বিপক্ষে জাতীয় দলে।
অন্যদিকে আল আমিন ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও তাকে বিবেচনায় নেনি নির্বাচকরা। তার বদলে শফিউল ইসলাম ডাক পেয়েছেন। যিনি জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন সেই ২০১৪ সালে। এদিকে রুবেল সর্বশেষ খেলেছেন গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। তিনিও ফিরলেন দলে।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ২৫ সেপ্টেম্বর। তার আগে শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো দিবা-রাত্রির ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন।
Discussion about this post