সিরিজ জয় সুনিশ্চিত। এখন সামনে নতুন চ্যালেঞ্জ-হোয়াইটওয়াশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ সেই লক্ষ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ। আর পাকিস্তান লড়ছে শুধুমাত্র নিজেদের মান রক্ষার জন্য।
আজ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় সুযোগ মিলেছে দলের বেশ কয়েকজন অনিয়মিত খেলোয়াড়ের। পাঁচটি পরিবর্তন এনে লিটন দাসের দল স্পিন ঘুর্ণিতে আরও বৈচিত্র্য এনেছে।
দলে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি এবারের সিরিজে প্রথমবার একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্রামে পাঠানো হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও রিশাদ হোসেনকে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।
Discussion about this post