ব্রিস্টল, চট্টগ্রাম, অ্যাডিলেডের পর মনে হচ্ছিল ঢাকায়ও মঞ্চস্থ হতে যাচ্ছে ইংল্যান্ড বধের কাব্য। জয় থেকে মাত্র দু’কদম দুরে যেন ছিল বাংলাদেশ। কিন্তু তখনই ছন্দপতন! মাত্র ১৭ রান তুলতেই শেষ ৬ উইকেট শেষ! টাইগারদের ব্যর্থতায় কাঁদল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দল হারল ২১ রানে।
ইমরুল কায়েস লড়েছিলেন। করেছিলেন সেঞ্চুরি। সাকিবের ঝড়ো হাফসেঞ্চুরি জয়ে পথ দেখাচ্ছিল। কিন্তু লোয়ার অর্ডারের ব্যর্থতায় সব শেষ!
এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।
ইমরুল কায়েস এবং সাকিব আল হাসান স্বপ্ন দেখাচ্ছিলেন। দু’জন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১১৮ রান। সাকিব ফিরেন ৫৫ বলে ৭৯ রানে। ইমরুল ১১৯ বলে ১১২ রান। কিন্তু সাকিব বিদায় নিতেই শেষ ৬ উইকেট হারায় মাত্র ১৭ রানে! ভাঙ্গে টাইগারদের স্বপ্ন।
এর আগে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বেন স্টোকস। তাতেই তিনশ ছাড়ানো স্কোর পায় দল। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা জেসন বল।
এদিকে আগামী রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাঠেই লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৯/৮ (বেন স্টোকস ১০১, জস বাটলার ৬৩, বেন ডাকেট ৬০, জেসন রয় ৪১; মাশরাফি ২/৫২, শফিউল ইসলাম ২/৫৯, সাকিব আল হাসান ২/৫৯)
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৮৮/১০ (তামিম ১৭, সাব্বির ১৮, মাহমুদুল্লাহ ২৫, মুশফিক ১২, ইমরুল ১১২, সাকিব ৭৯ ; বল ৫/৫১ রশিদ ৪/৪৯)
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী
ম্যাচসেরা: জেসন বল
Discussion about this post