এবারো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না। ২০১২ সালের ফাইনালে ২ রানের আক্ষেপে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এবার বোলারদের ব্যর্থতায় ৮ উইকেটের হার। দারুণ জয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত।
এনিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলে শিরোপা ছোঁয়া হল না লাল-সবুজদের। অন্যদিকে ৬ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।
রোববার মিরপুরের শেরবাংলা জাতীয় স্টেডিয়ামে রাতে টস জিতে ভারত। হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেটে ১২০ রান তুলে টাইগাররা। জবাব দিতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
বল হাতে যারপরনাই হতাশ করেছেন বোলার। ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতকে সেভাবে চেপে ধরতে পারেনি। শুধু রোহিত শর্মাকে ১ রানে ফিরিয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল এবার বুঝি হবে। কিন্তু এরপর ব্যর্থ বোলাররা।
৬০ রান করেন শিখর ধাওয়ান। কোহলির সঙ্গে গড়েন ৯৪ রানের জুটি। তারপর ধোনিকে নিয়ে জয় নিশ্চিত করেন কোহলি। ৭ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় ভারতের। কোহলি ২৮ বলে অপরাজিত ৪১ রান। ৬ বলে ২০ ধোনির ব্যাটে।
এর আগে ১৭ বল খেলে ১৩ রান করেন তামিম ইকবাল। ১৬ বলে ২১ রান করেন সাকিব। মুশফিকুর রহিম মাঠে নামতেই হাফসেঞ্চুরি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি! কিন্তু এই ম্যাচে ফিরেন মাত্র ৪ রানে।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ১৩ বলে ৩৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। আর সাব্বির ২৮ বলে অপরাজিত ৩১।
তার আগে মিরপুরে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। তাতে খেলা শুরু হতে দেরি হয় দুই ঘন্টা। ওভার কমে দাড়ায় ১৫।
Discussion about this post