অবশেষে নড়েচড়ে বসল ভারত। বাংলাদেশের সঙ্গে তাদের একমাত্র টেস্ট ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু বৃহস্পতিবার আশার আলো দেখা গেল।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। এবার ভারত সেই ম্যাচের ব্যাপারে নিশ্চয়তা দিল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছয়টি নতুন টেস্ট ভেন্যুর নাম ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে হায়দারাবাদে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
ভেন্যু চূড়ান্ত হলেও ম্যাচটির তারিখ ঠিক হয়নি। সেটি এ বছর হয় কীনা তা নিয়েও অনিশ্চয়তা আছে।
যে ছয়টি মাঠকে নতুন টেস্ট ভেন্যু হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্বীকৃতি দিয়েছে সেগুলো হলো- রাজকোট, বিশাখাপত্তম, পুনে, ধর্মশালা, রাঁচি ও ইন্দোর। ঘরের মাঠে ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ভারত।
শুরুতে বলা হচ্ছিল, আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী চলতি বছরের আগস্টে ভারতে খেলতে যাবেন মুশফিকুর রহীমরা। এরপরই জানা যায় জুলাই-আগষ্টে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। এখানেই শেষ নয়,
তারা জানায় তারপর ভারতে প্রথম সফরে যাবে নিউজিল্যান্ড। কোহলিদের বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে কিউইরা। এরপরই পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড। তারপর আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া খেলতে যাবে ভারতে।
সব মিলিয়ে কবে বাংলাদেশ-ভারতের সেই বহু প্রতীক্ষিত টেস্ট ম্যাচ তা এখনই জানা যাচ্ছে না।
Discussion about this post