গুলশানের পর শোলাকিয়ায় জঙ্গি হামলা পুরো দৃশ্যপটই পাল্টে দিয়েছিল। তৈরি হয়েছিল শঙ্কা। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে তো? অনেক নাটকীয় ঘটনার পর সবুজ সংকেত মিলল। নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস পাওয়ার পর বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগের সূচি অনুযায়ী সেই ৩০ সেপ্টেম্বর ঢাকা আসবে ইংলিশ ক্রিকেট দল।
ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে যাওয়ার পর পুরো বিষয় মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইসিবি দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে সফর নিশ্চিত করে।
এইতো কিছুদিন আগে ইসিবির নিরাপত্তা পরামর্শক সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জন কারের সমন্বয়ে গড়া ইংলিশ নিরাপত্তা পর্যবেক্ষক দল ঢাকায় আসে। তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন।
এর আগে গত বছরের অক্টোবরে নিরাপত্তা শঙ্কার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। তবে ইংল্যান্ড দল পাশেই থাকল টাইগারদের।
এ অবস্থায় বিসিবির পক্ষ থেকে ইসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। জানা গেছে ক্রিকেটারদের পাশাপাশি দেশটির সমর্থক-সাংবাদিকরাও নিরাপত্তা পাবেন বাংলাদেশে।
সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে দুটি দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে লড়াই।
Discussion about this post