দর্শকদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে রোববার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দর্শকরা অভিযোগ করতেন, স্টেডিয়ামের ভেতরে থাকা খাবার ও পানীয়ের মূল্য অনেক বেশি। এতে সাধারণ দর্শকদের জন্য খেলা উপভোগ করা ব্যয়বহুল হয়ে উঠত। এ অবস্থায় দর্শকবান্ধব উদ্যোগ হিসেবে খাবার ও পানীয় বহনের অনুমতি দিচ্ছে বিসিবি, তবে কিছু নির্দিষ্ট শর্তে।
যেসব শর্ত মানতে হবে-
দর্শকদের বিসিবির নিয়মনীতি এবং স্পনসরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
স্টেডিয়ামে আগ্নেয়াস্ত্র, আতশবাজি, লাইটার, সিগারেট, ভুভুজেলা, কাচের বোতল, বাঁশি, ক্যামেরা, লেজার পয়েন্টারসহ নানা ধরনের বিপজ্জনক ও নিরুৎসাহমূলক জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ।
খাবার ও পানীয় বহনের সময় নিরাপত্তা কর্মীদের তল্লাশির মুখোমুখি হতে হবে এবং যাচাই-বাছাইয়ের পরই তা প্রবেশের অনুমতি পাবে।
ধূমপান, বাজি ফোটানো ও দুর্নীতিমূলক কার্যকলাপ স্টেডিয়ামে কঠোরভাবে নিষিদ্ধ এবং এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
আইসিসির বৈষম্যবিরোধী নীতি অনুযায়ী কোনো জাতি, ধর্ম, লিঙ্গ বা শারীরিক অবস্থার ভিত্তিতে অপমানজনক আচরণ করলে স্টেডিয়াম থেকে বহিষ্কার ও শাস্তির মুখোমুখি হতে হবে।
বিসিবির এই সিদ্ধান্তে সাধারণ দর্শকদের ভোগান্তি কিছুটা কমবে বলেই ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তার বিষয়টিতে কোনো আপস না করেই খাবার বহনের সুযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মীরা তল্লাশির মাধ্যমে নিশ্চিত হবেন, কোনো দর্শক নিয়ম ভঙ্গ করছেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, মাঠে নিরাপদ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এই নির্দেশনা ও নিয়মাবলি প্রণয়ন করা হয়েছে।
Discussion about this post