নতুন চমক দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করা হল আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ ক্রিকেটারের পুল। বিসিবির ঘোষিত এই পুলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, পেসার শুভাশীষ রায় চৌধুরী ও অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তিনজনই দলের নতুন মুখ। এই ২০ সদস্যের দল থেকেই চূড়ান্ত দল বেছে নেয়া হবে।
অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়া দুই বোলারের মধ্যে পেসার তাসকিন আহমেদ আছেন দলে। তবে স্পিনার আরাফাত সানি জায়গা পাননি।
বলা দরকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান দল ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে । ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
২০ জনের পুল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু এবং আল আমিন হোসেন।
Discussion about this post