নেপালের সঙ্গে লড়াই। ফেভারিট তকমা ছিল বাংলাদেশেরই। শেষ অব্দি মেয়েরা অনায়াসে জিতেই শুরুর করেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার শিরোপা জেতার মিশন নিয়েই মালয়েশিয়াতে লড়তে গেছে জুনিয়র টাইগ্রেসরা।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে মেয়েরা। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে নেপালকে ৫২ রানে অলআউট করলেও এরপর রান বেগ পেয়েছে সুমাইয়া আক্তারের দল। ১৩.২ ওভার খেলতে হয়েছে, দল হারিয়েছে ৫ উইকেট!
শনিবার মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। নেপাল অধিনায়ক পূজা মাহোতারও চলে যান চট জলদি। টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের ওপেনার সানা প্রাভিন লড়াই করেন। তিনি আউট হন ৩২ বলে ১৯ রানে।
তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সিমানা কেসি (১০)। বাংলাদেশের হয়ে আনিশা আক্তার শোভা নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।
মাত্র ৫৩ রান তুলতেই গিয়ে ঘাম ঝরেছে বাংলাদেশের মেয়েদের। ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলা সুমাইয়া আক্তার, পরের বলে আউট। ফাহমিদা ছোঁয়াও মাত্র ১ রান করে আউট। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস মাত্র দুই রানে ফেরেন।
অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম এরপর লড়াই করেন। ১৬ রান করে আউট সাদিয়া। অধিনায়ক সুমাইয়া ১২।
বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল অনূর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ৫২/১০ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল ৫*; রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সিমানা ৩-১-১০-১, পুজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জান্নাতুল মাওয়া।
Discussion about this post