ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই ব্যর্থতার বৃত্তে বন্ধী বাংলাদেশ। যে উইকেটে অনায়াসে রান তুলেছে নিউজিল্যান্ড, সেখানেই এখন সংগ্রাম করছে সফরকারীরা। রান পাহাড়ের সামনে অসহায় দলের ব্যাটসম্যানরা। তবে ১ম ইনিংসের মতো এখানেও কথা বলছে তামিম ইকবালের ব্যাট। তারপরও বড় ব্যবধানে হারের শঙ্কায় আছে টাইগাররা।
এখনো নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকেই ৩০৭ রান দূরে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষ করেছে অতিথিরা। এর আগে শনিবার নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৭১৫ রানে। যা কীনা তাদের নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ।
প্রথম ইনিংসে তামিমের ব্যাট থেকে আসে ১২৬ রান। আর দ্বিতীয় ইনিংসে তিনিই করলেন ১২ চার ও ১ ছক্কায় ৮৬ বলে ৭৪। আর লড়ছেন সৌম্য সরকার। দিন শেষে ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
শনিবার ৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তখনই নেমে তামিম ছিলেন দুর্দান্ত। সঙ্গে সাদমান ইসলামকে নিয়ে ফের দলকে এনে দেন ভালো শুরু। দারুণ শুরু করেও উইকেট বিলিয়ে আসেন সাদমান। এই ওপেনার ফেরেন ৩৭ রানে। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান।
তারপরই শুরু হয় ব্যর্থতার মিছিল। মুমিনুল হক আর মোহাম্মদ মিঠুন ফেরেন চটজলদি। তবে তামিম ছিলেন সাবলীল। তবে ৭৬ রানে এসে থামেন তিনি। দলও ফের পড়ে চাপে।
দিন শেষে মাহমুদউল্লাহ আর সৌম্য ফিরেন আশা জাগিয়ে। দুজন গড়েন অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি। সৌম্য ৩৯* ও মাহমুদউল্লাহ রিয়াদ ১১*।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৬৩ ওভারে ৭১৫/৬ (ডি.) (উইলিয়ামসন ২০০*, ওয়েগনার ৪৭, ওয়াটলিং ৩১, ডি গ্র্যান্ডহোম ৭৬*; ইবাদত ১/১০৭, সৌম্য ২/৬৮, মিরাজ ২/২৪৬, মাহমুদউল্লাহ ১/৩)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৩ ওভারে ১৭৪/৪ (তামিম ৭৬, সাদমান ৩৭, মুমিনুল ৮, মিঠুন ০, সৌম্য ৩৯*, মাহমুদউল্লাহ ১১*; বোল্ট ১১-১-৫৩-২, সাউদি ১৩-২-৫৪-১, ডি গ্র্যান্ডহোম ৫-১-১৫-০, ওয়েগনার ১২-১-৪৮-১, অ্যাস্টল ২-১-৪-০)
Discussion about this post