হেসে খেলে জয়! বাংলাদেশ ক্রিকেট দল টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। প্রথম ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছিলো দল, তবে শেষ দুই ম্যাচে ব্যাট ও বলের দাপট দেখিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরিয়েছে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জয় পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের লড়াকু মনোভাব প্রতিফলিত হলো।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো মনে হলেও দীর্ঘস্থায়ী হয়নি। ওপেনার পল স্টারলিং ও টিম টেক্টরের ৩৮ রানের জুটি কিছুটা স্থিতিশীলতা এনেছিল। তবে টেক্টরের আউট হওয়ার পর রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের নিখুঁত বোলিংয়ে ব্যাটিংয়ের ভিত্তি হারায় সফরকারীরা। স্টারলিং একপ্রান্তে দাঁড়িয়ে লড়লেও শেষ পর্যন্ত ২৭ বলে ৩৮ রানের বেশি করতে পারেননি। ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশরা।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। দলীয় ৩৮ রানে সাইফ হাসান ১৯ রানে আউট হলেও এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি। লিটন দাসের ব্যর্থতার মাঝেও তানজিদ তামিম অপরাজিত ৫৫ রান করে দলকে জয়ের পথে রাখেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন, ৩৩ রানে। এই জুটির কারণে ১৩.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশের এই দৃঢ় মনোভাব বিশ্বকাপের আগে বড় ইতিবাচক সংকেত হিসেবে দেখা যাচ্ছে। প্রথম ম্যাচের হতাশা ভুলে, শেষ দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে টাইগাররা প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রতিযোগিতা শুরু হবে।










Discussion about this post