অবশেষে শেষ হচ্ছে ৬ বছরের অপেক্ষা। অর্ধ যুগ পর আগামী সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এ সময় স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। আসন্ন সেই সফরের পূর্নাঙ্গ সূচি প্রকাশ করেছে ইসএপিএন-ক্রিকইনফো। অবশ্য এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কিছুই জানায়নি।
সব কিছু ঠিক থাকলে আগামী আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৪ অক্টোবর ফতুল্লায় অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তবে দুই দলের মুল সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। সেদিন প্রথম ওয়ানডে হবে মিরপুরে। এরপর ৯ অক্টোবর একই মাঠে হবে বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডেটি হবে ১২ অক্টোবর, চট্টগ্রামে।
তারপরই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে ২০ অক্টোবর চট্টগ্রামে। ২৮ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ টেস্ট।
সেই ২০১০ সালের পর বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলেনি ইংল্যান্ড। এবার ৫দিনের ম্যাচের লড়াইটাও দেখা যাবে।
এক নজরে সিরিজের সূচি-
৪ অক্টোবর: অনুশীলন ম্যাচ, ফতুল্লা
৭ অক্টোবর: প্রথম ওয়ানডে, মিরপুর
৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
১২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
২০-২৪ অক্টোবর: প্রথম টেস্ট, চট্টগ্রাম
২৮ অক্টো:-০২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, মিরপুর
Discussion about this post