দুবাই পা দিয়েই অনুশীলন চলছে। এরইমধ্যে শুরু হয়ে গেছে এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু মাঠের বাইরেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। অপেক্ষা শেষ হচ্ছে। মঙ্গলবার টাইগারদের প্রথম ম্যাচ। যেখানে আফগানিস্তানের সঙ্গে লড়বে দল। নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছেন সাকিব আল হাসানরা।
তবে লড়াইটা সহজ হবে না। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে আফগানিস্তান। তাদের হারানোটা কঠিনই হবে। তবে আফগানিস্তানের এমন বিধ্বংসী চেহারা দেখে ঘাবড়ে যাচ্ছেন না বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেন, ‘দেখুন, আসলে ভালো-খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। একটা দল যদি মাঠে খারাপ খেলে তাহলে তারা ম্যাচ হেরে যায়। আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়।’
মাঠে ঝড় তুলতে প্রস্তুত দল। মিরাজ আরও বলেন, ‘যারা ভালো খেলবে দিনশেষে তারাই ম্যাচ জিতবে। এই টিম ভালো ঐ টিম খারাপ এমন মন্তব্য করতে চাই না। আমি যেটা বিশ্বাস করি যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই ও মাঠে প্রমাণ দিতে চাই। যদি ভালো ক্রিকেট খেলি তাহলে সবাই অবশ্যই জানবে যে আমরা ভালো ক্রিকেট খেলছি ও আমরা ভালো টিম। ’
এশিয়া কাপ মিশন শুরুর আগে প্রস্তুত সাকিব আল হাসানও। যিনি এই আসর দিয়েই ফিরছেন টি-টুয়েন্টির নেতৃত্বে। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার লিখলেন, নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘গর্জনের সময় এখনই! মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা। মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা।’
Discussion about this post