সাফ ফুটবলের শিরোপা ফের জেতার মিশন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই আফগানদের কাছে ০-৪ গোলে হেরে হারে লাল সবুজরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ডু অর ডাই লড়াই। সেখানে ফের হারল মামুনুল হকের দল। মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই প্রায় বিদায় নিশ্চিত হল তাদের।
ভারতের কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে শুরুটা ভালই ছিল লাল সবুজদের। মালদ্বীপের বিপক্ষে ২৬তম মিনিটে এগিয়ে যেতে পারতো দল। ডান দিক থেকে ওয়ালি বল বাড়িয়েছিলেন। কিন্তু ব্যর্থ জাহিদ। শাখাওয়াত হোসেন রনিএ একাধিক সুযোগ হাতছাড়া করেন।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। এরপর মালদ্বীপের আলী আশফাক, নাইজ হাসান ও আহমেদ নাশিদ গোল মন ভাঙ্গেন বাংলাদেশের।
সাফ ফুটবলে ২৮ ডিসেম্বর ভুটানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মামুনুলের দল।
Discussion about this post