বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে চমক হিসেবে হাজির হচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিন মাস আগেই আইসিসির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে সাময়িক দায়িত্বে দেশে ফেরা এই সাবেক অধিনায়ক এবার বিসিবির পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন।
আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুলবুল। স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি বিসিবি নির্বাচন প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। পরিচালক পদে নির্বাচন করব।’
দায়িত্ব নেওয়ার শুরুতে আমিনুল বুলবুল নিজেই জানিয়েছিলেন, আইসিসিতে স্থায়ী কর্মজীবন ছেড়ে সাময়িক সময়ের জন্যই তিনি দেশে এসেছেন। তবে বিসিবিতে কাজ করতে গিয়ে দেশের ক্রিকেট বাস্তবতা ও উন্নয়নের সুযোগ দেখে তার মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন তিনি বোর্ডে আরও দীর্ঘ সময় ধরে যুক্ত থাকতে আগ্রহী।
গত ২৮ আগস্ট বুলবুল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়েছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল আইসিসিতে। সব ছেড়ে এসেছি দেশের জন্য। যতদিন সম্ভব কাজ করলাম। এরপর কী হবে, তা আমার হাতে নেই।’
কিন্তু সেই ‘হাতে না থাকা’ সিদ্ধান্তেই অবশেষে বদল এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম।
নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে চান। পরিচালকদের সমর্থন পেলে সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিসহ মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে এ পরিচালকরাই ভোট দিয়ে নতুন সভাপতি নির্বাচন করেন।
Discussion about this post