এইতো বুধবার বিকেলেই ঢাকায় পা রাখার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। সফরে বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের জন্য মঙ্গলবার ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবেন আফগানরা। সেই ম্যাচে বিসিবির দলে জাতীয় দলের ওয়ানডে পুলে থাকা ২০ সদস্যের মধ্য থেকে ৭ জনকে রাখা হয়েছে।
২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবারাত্রির ম্যাচগুলো দুপুর আড়াইটায় শুরু হবে। প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।
এরপরই ৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। তাদের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
বিসিবি স্কোয়াড-
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাশ, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন জুনিয়র, শুভাশিষ রায় চৌধুরি, মেহেদি হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু।
Discussion about this post