প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে সহজে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লিটন দাসের দল। লক্ষ্য একটাই-সিরিজ নিশ্চিত করা।
অধিনায়ক হিসেবে লিটন দাস আবারও ভাগ্যবান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছেন তিনি। আগের দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শিশিরের কারণে বোলারদের সুবিধা হবে-এমনটাই মনে করছেন লিটন।
বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
এতে স্পিন বিভাগে বাড়তি অভিজ্ঞতা যোগ হবে নাসুমের মাধ্যমে, অন্যদিকে পেস আক্রমণে নতুন রঙ আনবেন তানজিম।
তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ম্যাচে ডাচরা বড় সংগ্রহ করতে পারেনি। রান তাড়ায় লিটন দাস ও সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস দ্বিতীয় ম্যাচেও বড় শক্তি হয়ে কাজ করবে টাইগারদের জন্য।
এই সিরিজকে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছে না বাংলাদেশ। সামনে এশিয়া কাপ, যেখানে কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে লড়তে হবে লিটন-তাওহিদ হৃদয়দের। তাই এখনই দল নিয়ে বিভিন্ন সমন্বয় করে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
Discussion about this post