দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচে ফিরছে বাংলাদেশ দল। বছরের প্রথম টি–টোয়েন্টি খেলতে আগামী ১৭ মে শারজাহর মাঠে নামবে টাইগাররা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তান সফরের প্রস্তুতি পর্ব।
বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে, একই ভেন্যুতে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে তিনবার, প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ।
এই সিরিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডই বেশ উৎসাহী। ইসিবির সিওও সুবহান আহমেদ জানান, ‘বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে খেলার সুযোগ আমাদের খেলোয়াড়দের পরিপক্ব করবে।’
১৭ ও ১৯ মে’র সিরিজের পর বাংলাদেশ দল রওনা দেবে পাকিস্তানের উদ্দেশে। পাঁচ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজে দুই ভেন্যুতে হবে। ২৫ ও ২৭ মে – ফয়সালাবাদ ও ৩০ মে, ১ জুন, ৩ জুন-লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। সব ম্যাচই রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ সময়।
Discussion about this post