এশিয়া কাপে হতাশা ভরা পারফরম্যান্সের পর আজ থেকে নতুন মিশন শুরু করছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহতে রাত ৯টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দুই দলই চায় আগের ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস ফিরে পেতে।
এশিয়া কাপে বাংলাদেশকে হারাতে না পারায় সুপার ফোরে জায়গা হয়নি আফগানিস্তানের। ম্যাচ শেষে আফসোস করে অধিনায়ক রশিদ খান বলেছিলেন, ‘ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের।’ অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও ব্যাটিং ব্যর্থতায় স্বপ্ন ভেঙে যায় ফাইনালের।
চোটে পড়া লিটন দাস আবারও বাইরে। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাকের আলী অনিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিটন নেই-এটা আমাদের দুর্ভাগ্য। তবে তাঁকে ছাড়া খেলতে হবে। ব্যাটিংয়ের চ্যালেঞ্জ ঘোচাতে হবে এবার।’
আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, ‘ভালো প্রস্তুতি ছিল এশিয়া কাপের, তবুও আমরা পারিনি। এই সিরিজ ভুল থেকে শেখার সুযোগ দেবে, বিশ্বকাপের প্রস্তুতিও হবে।’
টি-টোয়েন্টিতে আফগানিস্তান শক্তিশালী দল। আইপিএলসহ নানা লিগে খেলে অভিজ্ঞ তারকা রয়েছে তাদের দলে। দুই দলের মুখোমুখি রেকর্ডও প্রায় সমান-১৩ ম্যাচে আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ ৬টিতে।
সিরিজ সূচি
১ম টি-টোয়েন্টি: ২ অক্টোবর
২য় টি-টোয়েন্টি: ৪ অক্টোবর
৩য় টি-টোয়েন্টি: ৬ অক্টোবর
ওয়ানডে সিরিজ সূচি
প্রথম ম্যাচ: ৯ অক্টোবর
দ্বিতীয় ম্যাচ: ১১ অক্টোবর
তৃতীয় ম্যাচ: ১৪ অক্টোবর
Discussion about this post