ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলিকে আইডল হিসেবে ভাবেন বাবর আজম। কিছুদিন আগেই এমনটা নিজেই জানিয়েছিলেন তিনি। সত্যি সত্যি এবার তাদের পথ অনুসরণ করলেন এ ডানহাতি। কম ইনিংসে দ্রুত এক হাজার রানের মাইলফলকে ভারত অধিনায়কে ছুঁয়েছেন।
মাত্র ২৭ ইনিংস খেলে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের রোববার রাতে শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথেই দ্রুততম সময়ে এক হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন।
রোববার বাবরের ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারিয়েছে পাকিস্তান। শুধু তাই নয় সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জাও দিয়েছে সরফরাজ আহমেদের দল।
টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান সংগ্রাহকের তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ, কেভিন পিটারসন ও অ্যালেক্স হেলস। ফিঞ্চ ২৯ ইনিংসে আর পিটারসন ও হেলস ৩২ ইনিংসে এ মাইলফলক ছুঁয়েছিলেন। এদিকে এ তালিকারশীর্ষ দশে থাকা আরও পাঁচ ক্রিকেটার হলেন, ফ্যাফ ডু প্লেসিস, ক্রিস গেইল, কেইন উইলিয়ামসন, কুশল পেরেরা ও ব্রেন্ডন ম্যাককালাম। যথাক্রমে ৩২, ৩৪, ৩৪, ৩৪ ও ৩৫ ইনিংসে তারা ছুঁয়েছিলেন এক হাজার রানের ফলক।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দারুণ খেলেন বাবর। তাতে এ ডানহাতি ক্যারিয়ারের তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের র্যাংকিংয়ে ফিরলেন শীর্ষে।
Discussion about this post