মনে হচ্ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং জয়ের ভিতটা গড়ে দিল ভারতের। পার্থের ওয়াকা গ্রাউন্ডের বাউন্সি পিচে ৩০৯ রান সহজ কথা নয়। কিন্তু সেটাও যেন সহজ করে দিলেন স্টিভেন স্মিথ এবং জর্জ বেইলি। তাদের ঝকঝকে শতরান অস্ট্রেলিয়াকে এনে দিল অনায়াস জয়। জয় যখন হাতের মুঠোয় তখনো ৫ উইকেট ও ৪ বল হাতে।
পার্থে মঙ্গলবার ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে সফরকারী ভারত তুলে ৩০৯ রান। রোহিত ও কোহলির ব্যাটেই এতো বড় সংগ্রহ। ১৬৩ বলে ১৩টি চার ও ৭ ছক্কার ১৭১ রান করেন রোহিত। আবার কোহলির ব্যাটে ৯৭ বলে ৯১ রান।
জবাব দিতে নেমে অধিনায়ক স্মিথ ও বেইলি তুলে নেন সেঞ্চুরি। স্মিথ করেন ১৪৯ রান। খেলেন ১৩৫ বল। বেইলি ১২০ বলে ১১২ রান। তাতেই এমন জয়।
ভারত-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি হবে আগামী ১৫ জানুয়ারি, ব্রিসবেনে।
Discussion about this post