এশিয়া কাপের বাছাই পর্ব শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। এরপর মুল পর্বের লড়াই ২৪ ফেব্রুয়ারি। যেখানে স্বাগতিক বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে। মাঠের সেই লড়াইয়ের আগে চলুন এক নজরে দেখে নেই অংশ গ্রহনকারী দলে কারা আছেন?
এশিয়া কাপের অংশগ্রহণকারী দলের ক্রিকেটাররা:
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
পাকিস্তান: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, বাবর আজম, মোহাম্মাদ নওয়াজ, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রইস, ওয়াহাব রিয়াজ ও খুররম মঞ্জুর।
ভারত: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, আশিষ নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, পবন নেগি, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।
শ্রীলঙ্কা: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, নিরোশান ডিকওয়েলা, সেহান জয়াসুরিয়া, মিলিন্দা সিরিবর্ধনে, দাশুন সানাকা, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, দুশমান্ত চামিরা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েকে, রঙ্গনা হেরাথ এবং জেফ্রে ভান্ডারসে।
আফগানিস্তান: আসগর স্তানিকজাই (অধিনায়ক), নুর আলি জাদরান, মোহাম্মদ শেহজাদ, উসমান গনি, মোহাম্মদ নবি, করিম সাদিক, শফিকুল্লাহ, রশিদ খান, আমির হামজা, দৌলত জাদরান, সাপুর জাদরান, গুলবাদিন নাইব, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান ও ইয়ামিন আহমেদজাই।
সংযুক্ত আরব আমিরাত: আমজাদ জাভেদ (অধিনায়ক), মোহাম্মদ কলিম, রোহান মোস্তফা, সাইমন আনোয়ার, মোহাম্মদ শেহজাদ, স্বপ্নীল পাতিল, উসমান মুস্তাক, আহমেদ রাজা, জহির মাকসুদ, মোহাম্মদ নাভিদ, ফারহান আহমেদ, কাদির আহমেদ, মোহাম্মদ উসমান, ফাহাদ তারিক ও সাকলাইন হায়দার।
ওমান: সুলতান আহমেদ (অধিনায়ক), আমির কলিম, আকিব সুলেহরি, আদনান ইলিয়াস, আমির আলি, মুনিস আনসারি, বিলাল খান, জতিন্দর সিং, অজয় লালচেতা, মেহরান খান, রাজেস কুমার রানপুরা, সুফিয়ান মেহমুদ, ভাইভাব ওয়াতিগেঙ্কার, জিসান মাকসুদ ও জিসান সিদ্দিকি।
হংকং: তানভির আফজাল (অধিনায়ক), আইজাজ খান, আনশি রাথ, বাবর হায়াত, ক্রিস্টোফার কার্টার, মার্ক চাপম্যান, হাসিব আমজাদ, আদিল মেহমুদ, নাদিম আহমেদ, নিজাকাত খান, কিনচিত শাহ, নিনাদ শাহ, তানভির আহমেদ, ওয়াকাস বারকাত ও ওয়াকাস খান।
Discussion about this post