প্রত্যাবর্তনটা হতে পারতো গেল সপ্তাহে। কিন্তু বৃষ্টির কারণে ব্যাট হাতে মাঠে নামা হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হল। তিন বছরেরও বেশি সময় পর মাঠে নামলেন মোহাম্মদ আশরাফুল। রোববার জাতীয় লিগে বল হাতে ম্যাজিকও দেখালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ঢাকা মেট্রোর বল হাতে শুরুর দিনই উইকেটের দেখা পেয়েছেন তিনি।
এদিন খুলনায় জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ান ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে ঢাকা মেট্রো। শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের ১২তম ইনিংসে আশরাফুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মার্শাল আইয়ুব। তিন বছর পর ক্রিকেটে ফিরে প্রথম ওভারই মেডেন। দলীয় ২৬তম ওভারের তৃতীয় বলে বরিশালের ফজল মাহমুদকে (৯) শামসুর রহমানের হাতে ক্যাচে পরিণত করেন আশরাফুল। এরপর শাহরিয়ার নাফীসের উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দেন এখনো আগের সেই যাদু রয়ে গেছে। পরে আরেকটি উইকেট নেন অ্যাশ।
৩৪ বছর বয়সী সাবেক এই অধিনায়ক নিষেধাজ্ঞা কাটিয়ে ফের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন।
৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি খেলা আশরাফুলের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে। দুই বছরের আগে ম্যাচ খেলার অনুমতি মিলবে না। তেমনটা এর আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিপিএলে খেলার সুযোগও পাবেন না তিনি।
২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে নিষিদ্ধ হন আশরাফুল। যে অভিযোগ মেনে নেয়ার পর ৮ বছর নিষিদ্ধ হন সাবেক এই অধিনায়ক। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমে দাড়ায়। সেটি শেষ হয় গত ১৩ আগষ্ট। এরপর বিসিবির অনুমতি নিয়ে অনুশীলন শুরু করেন তিনি।
Discussion about this post