ছোট পর্দায় এর আগেও দেখা গেছে তাদের। কিন্তু এবার একসঙ্গে চার টাইগার ক্রিকেটারের দেখা মিলবে। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা মোহাম্মদ আশরাফুলের সঙ্গে থাকছেন নাসির হোসেন, আল আমিন ও এনামুল হক বিজয়। টেলিভিশনের পর্দায় লড়বেন তারা। তাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় চার অভিনেত্রী।
ঈদুল আযহা উপলক্ষে একুশে টিভির বিশেষ গেম শো ‘লাক বাই চান্স’-এ দেখা যাবে তাদের। যেখানে বুদ্ধিমত্তার পরীক্ষা থাকবে তাদের।
এরইমধ্যে এই গেম শোর শুটিং সেরে নিয়েছেন আশরাফুল, নাসির, আল আমিন ও এনামুল হক বিজয়। চার অভিনেত্রী হলেন- শ্রাবণ্য তৌহিদা, রানী সরকার, নাবিলা ইসলাম ও বৃষ্টি ইসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস ও ফারহানা নিশো।
Discussion about this post